বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

প্রথম পাতা » খেলা » বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও এমন একপেষে লড়াইয়ের আশঙ্কা কেউই করেনি। অথচ ঘরের মাঠের সিরিজে ভারতের বিপক্ষে ন্যুনতম লড়াইটুকুও করতে পারছে না। একে একে টানা চার ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের লজ্জার সামনে নিগার সুলতানারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মে) পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ৪-০ পিছিয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ টাইগ্রেসদের জয়ের বিকল্প নেই।

এই সিরিজে আগের চার ম্যাচের কোনটিতেই ১২০ রানও করতে পারেনি বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ভয়ঙ্করভাবে ব্যর্থ। অধিনায়ক নিগার সুলতানা বলতে গেলে একাই দলের ব্যাটিং টানছেন। সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এছাড়া তৃতীয় ম্যাচেও খেলেছেন ২৮ রানের ইনিংস।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৭   ২৩ বার পঠিত