বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলায় নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ।

বৃহস্পতিবার (০৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মো. আলমগীর বলেন,

বুধবারের (০৮ মে) প্রথম ধাপের নির্বাচনে ৩৬.১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১৬ শতাংশ।

ইসি কমিশনার মো. আলমগীর বলেন, গতকালের নির্বাচনে সহিংসতার পরিমাণ নগন্য ছিল। ইভিএমএ ২১টি উপজেলায় ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ১১৫টি উপজেলায় ৩৭ দশমিক ২২ শতাংশ। গড় হার ৩৬ দশমিক এক শতাংশ।

এছাড়াও তিনি আরও বলেন, হাওরে বৃষ্টির কারণে ভোটের হার কম ছিল। আবার বড় একটি দল নির্বাচনে আসেনি; তাই তাদের সমর্থকরাও ভোটে অংশ নেননি। এ কারণেও ভোটের হার কম হতে পারে।

প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ হয়। এ ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরই মধ্যে প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যানের তালিকা দেখতে এ লিংকে প্রবেশ করুন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৬   ২০ বার পঠিত