সারা দেশে মে মাসের জন্য টিসিবির এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (৭ মে) রাজধানীর বারিধারা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টিসিবির এই পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন হয়।
প্রত্যেক কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন বা রাইসব্র্যান তেল কিনতে পারছেন। টিসিবির কার্ডধারীদের পণ্য কেনার তালিকায় চিনি ও পেঁয়াজের মতো পণ্যও থাকলেও এ দফায় এসব পণ্য বিক্রি করছে না টিসিবি।
টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার আরিফুল হাসান, স্থানীয় সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ১৫:২২:০৮ ২৫ বার পঠিত