আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি। চলতি মে মাসেও তিনি তার উড়ন্ত ফর্ম ধরে রেখেছেন। ইন্টার মায়ামির জার্সিতে আগের ম্যাচেই গড়েছিলেন ইতিহাস। এবার এক গোলের পাশাপাশি করালেন আরও পাঁচ গোল। তার সঙ্গে তাল মিলিয়ে খেলে মায়ামির হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। ফলে প্রতিপক্ষ নিউইয়র্ক রেডবুলসের জালে রীতিমতো গোল উৎসব করেছে মায়ামি।
আজ (রোববার) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। সুয়ারেজ–মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সে ৬-২ গোলে উড়ে গেছে রেডবুলস। উরুগুইয়ান তারকা সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসির গোল বাদে জোড়া গোল করেছেন মাতিয়াস রোজাস। প্রতিপক্ষের হয়ে একটি করে গোল করে ব্যবধান কমান দান্তে ভানজেইর ও এমিল ফর্সবার্গ।
এ নিয়ে এমএলএসের ১৪ ম্যাচে ২৫টি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমের ৮ ম্যাচে করেছেন ১০ গোল ও ১২ অ্যাসিস্ট। গোল ও অ্যাসিস্টে এক মৌসুমেই দুই অঙ্কের ঘরে পৌঁছে মেসি মায়ামির হয়ে রেকর্ড গড়েছেন। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধেই পাঁচটি অ্যাসিস্ট করেছেন রোজারিও’র এই মহাতারকা। যা এক অর্ধে সর্বোচ্চ গোলে সহায়তা করার রেকর্ড। এমনকি লিগের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে মেসি ৬ গোলে অবদান রাখলেন। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোলে অবদান রেখেছিলেন এমএলএসের সাত ফুটবলার।
বড় জয় পেলেও এদিন ম্যাচের শুরুটা মায়ামির পক্ষে ছিল না। প্রথমার্ধে তো তারা কোনো গোল পায়ইনি, উল্টো ৩০ মিনিটে দান্তে ভানজেইরের করা গোলে পিছিয়ে থেকে তারা বিরতিতে যায়। এরপর অবশ্য দ্বিতীয়ার্ধ দুঃস্বপ্নের মতো কাটিয়েছে রেড বুলস। একের পর এক গোলে তাদের নাস্তানাবুদ করেছিলেন মেসি-সুয়ারেজরা। তার আগে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বদলি ফুটবলার নামাতে থাকেন মায়ামি বস জেরার্দো টাটা মার্টিনো।
বদলি হিসেবে নেমেই ৪৮ মিনিটে মায়ামির হয়ে গোলের সূচনা করেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোজাস। মেসির পাস নিয়ন্ত্রণে নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ২৫ গজ দূর থেকে নেওয়া শটে তিনি গোলটি করেন। মিনিট দুয়েক পর স্কোরশিটে নাম তোলেন মেসিও। বন্ধু সুয়ারেজের পাস থেকে তার করা গোলে মায়ামি ম্যাচে লিড নেয়। এরপরই শুরু আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্টের মহড়া। ৬২ মিনিটে তার বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন রোজাস।
পরবর্তী ১৩ মিনিটে মেসি-সুয়ারেজের বার্সেলোনার পুরোনো বোঝাপড়া চোখে পড়ে। এরমধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ আর তার প্রতিটি গোলেই হয়েছে মেসির বাড়ানো পাসে। যথাক্রমে ৬৮, ৭৫ ও ৮১ মিনিটে গোল করে আমেরিকান ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। আর তাতেই মায়ামির বড় জয়ও নিশ্চিত হয়ে যায়। পরবর্তীতে যোগ করা সময়ে ফসবার্গ পেনাল্টিতে গোল করে রেডবুলসের হয়ে হারের ব্যবধান কমান।
এ নিয়ে এমএলএসে টানা চতুর্থ জয় পেল ফ্লোরিডা ক্লাব মায়ামি। ম্যাচগুলোতে তারা গোল উৎসবও করেছে। সর্বশেষ চার ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৬ গোল। আজকের জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও সুদৃঢ় করলো ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৩ ২১ বার পঠিত