তীব্র গরমে যশোরে অসহায় দুস্থদের মাঝে বৈদ্যুতিক টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে। বুধবার (১ মে) সকাল সাড়ে ৯টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এ টেবিল ফ্যান বিতরণ করা হয়।
মিশনের পরিচালক স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় ৫০ জনকে ফ্যান দেয়া হয়।
স্বামী জ্ঞানপ্রকাশানন্দ বলেন, ‘গত কয়েকদিনের তাপদাহে অসহায় দরিদ্র মানুষ সবচেয়ে কষ্ট পাচ্ছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ফ্যান বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ আমরা ৫০ জন অসহায় মানুষের মাঝে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করেছি। আগমীতেও এর ধারা অব্যাহত থাকবে।’
এ কাজে সহায়তার জন্য সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০:২৩:৩৯ ২২ বার পঠিত