শনিবার, ৩ জুন ২০২৩

নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে সাংবাদিকসহ সব পেশাজীবী সংগঠনের সহযোগিতা চাইলেন শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে সাংবাদিকসহ সব পেশাজীবী সংগঠনের সহযোগিতা চাইলেন শামীম ওসমান
শনিবার, ৩ জুন ২০২৩



নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে সাংবাদিকসহ সব পেশাজীবী সংগঠনের সহযোগিতা চাইলেন শামীম ওসমান

সাংবাদিকসহ সব পেশাজীবী সংগঠনের নেতারা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে এক মাসের মধ্যে নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও ভূমিদস্যুতা বন্ধ করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

শুক্রবার বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

মাদকের সাথে কোন সাংবাদিক, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা বা সরকারি আমলাদের কেউ জড়িত থাকলে নারায়ণগঞ্জ থেকে তাদেরকে বিতাড়িত করার ঘোষণাও দেন সংসদ সদস্য শামীম ওসমান।

বলেন, ভবিষ্যত প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে এবং দেশ ও জাতির স্বার্থে সব ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে কয়েকটি স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে জানিয়ে শামীম ওসমান দু:খ প্রকাশ করেন। প্রকৃত তথ্য জেনে সঠিকভাবে সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:২১:৪৩   ৯২ বার পঠিত   #