বুধবার, ১ মে ২০২৪

নাটোরে মহান মে দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে মহান মে দিবস পালিত
বুধবার, ১ মে ২০২৪



নাটোরে মহান মে দিবস পালিত

‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে আজ নাটোরে মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল দশটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা সবচে’ গুরুত্বপূর্ণ। উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থ্যতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য। বর্তমান সরকার শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে আমরা পৌঁছে যেতে চাই স্মার্ট বাংলাদেশ এর অভীস্ট লক্ষ্যে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
এরআগে কালেক্টরেট ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রা বের করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা শ্রমিক লীগসহ অন্যান্য শ্রমিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৯   ২০ বার পঠিত