আন্তজার্তিক শ্রমিক দিবসে তীব্র তাপাদহ মোকাবেলায় ফরিদপুরের রিকশা শ্রমিকদের মাঝে ছাতা, সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফরিদপর শহরের রিকশাচালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আন্তজার্তিক শ্রমিক দিবস তীব্র তাপাদহ মোকাবেলায় রিকশাচালক শ্রমিকদের একটি করে ছাতা, সুপ্রিয় খাবার পানি ও দুইটি করে স্যালাইন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পৌর শহরের সকল রিকশাওয়ালাদের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব সামগ্রী দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।
এর আগে তীব্র তাপাদহে জেলা প্রশাসন খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবি মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ শহরের জনতার মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় উদ্বোধন করেন।
এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকতার বলেন, শ্রমিক দিবসে রিকশাওয়ালাদের জন্য তীব্র তাপাদহ মোকাবেলায় ছাতা, পানি ও স্যালাইন দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিদিন কমপক্ষে দুইশো মানুষকে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৫ ৪০ বার পঠিত