মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

বাড়লো হজের ভিসা আবেদনের সময়

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাড়লো হজের ভিসা আবেদনের সময়
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪



বাড়লো হজের ভিসা আবেদনের সময়

হজের ভিসা আবেদনের সময় বাড়িয়েছে সৌদি সরকার। চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।

তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, ‘হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য আমারা আবেদন করেছিলাম। সময় বেড়েছে। কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।’

আগামী ০৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। ০৮ মে চলতি বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় এসেছেন। এবার আরও বেশি মানুষ হজ করতে আসবেন বলে ধারণা করা হচ্ছে।।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ০৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:১৭   ১৮ বার পঠিত