বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এভারটনে শেষ রেডসদের লিগ শিরোপার আশা

প্রথম পাতা » খেলা » এভারটনে শেষ রেডসদের লিগ শিরোপার আশা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪



এভারটনে শেষ রেডসদের লিগ শিরোপার আশা

প্রিমিয়ার লিগ শিরোপার পথে সবচেয়ে ফেবারিট ছিল লিভারপুল। সফলভাবে ৩১ রাউন্ড পার করে শিরোপার দাবিদার ছিল তার। ঠিকঠাক শেষ সাত রাউন্ড পার করার অপেক্ষা ছিল কেবল। কিন্তু শেষে এসেই ক্লপ-সালাহরা ফ্লপ। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে তারা। যে কারণে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে। এবার লিগের লড়াই থেকেও ছিটকে গেল অল রেডসরা।

বুধবার রাতে ডার্বি ম্যাচে ছন্নছাড়া এভারটনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিভারপুল। এক সময়ে বড় দল এভারটন চলতি মৌসুমে টেবিলে ১৬ নম্বরে উঠেছে। আর লিভারপুল ছিটকে গেছে লিগ শিরোপার লড়াই থেকে। তাদের এই হারের দায় অবশ্য সালাহ-নুনিয়েজদের কাঁধে বর্তাবে। একের পর এক সুযোগ হারিয়েছেন তারা।

এর আগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ শিরোপার লড়াইয়ে প্রথম ধাক্কা খায় লিভারপুল। ওই ম্যাচেও একটার পর একটা আক্রমণ করে গোল পায়নি জার্গেন ক্লপের দল। জালে বল পাঠাতে না পারায় যে দায় সালাহ-নুনিয়েজদের ওপরই পড়েছিল।

এদিন ম্যাচের ২৭ মিনিটে এভারটন প্রথম লিড নেয়। গোল করেন জেরার্ড ব্রান্টহোয়াইট। দ্বিতীয় গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার কালভার্ট লেইন। লিভারপুল ২৩টি আক্রমণ তুলেও গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিতে পারেনি।

এই হারে ৩৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে আর্সেনাল ৭৭ পয়েন্ট তুলেছে। ম্যানসিটির ৩২ ম্যাচে আছে ৭৩ পয়েন্ট। সিটিজেনরা হাতে থাকা ওই দুই ম্যাচে জিতলে ৭৯ পয়েন্ট হবে তাদের। যার অর্থ লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টের লিড থাকবে তাদের। লিগের শেষ দিকের রাউন্ডে এসে যে ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৪২   ১৮ বার পঠিত