সোমবার, ২২ এপ্রিল ২০২৪

কুমিল্লায় বাসচাপায় গেল ৪ প্রাণ

প্রথম পাতা » চট্রগ্রাম » কুমিল্লায় বাসচাপায় গেল ৪ প্রাণ
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



কুমিল্লায় বাসচাপায় গেল ৪ প্রাণ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলো মা ও তার দুই কন্যাসন্তান।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চারজনকে চাপা দিয়ে বাসটি পালিয়ে গেলেও একই পরিবহনের অন্য একটি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন পাশের তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের রফিক মিয়ার স্ত্রী শাহিনুর আক্তার (২৪), তার দুই শিশু মেয়ে জান্নাত আক্তার (৪) ও সামিয়া আক্তার (৩) এবং একই উপজেলার কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবর নেছা (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অহিদুজ্জামান বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন ওই পথচারীরা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও একই পরিবহনের অন্য একটি বাস আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১০   ২৭ বার পঠিত