সোমবার, ২২ এপ্রিল ২০২৪

সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবেন নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবেন নেতানিয়াহু
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে- এমন খবর প্রকাশিত হওয়ার পর তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। খবর বিবিসি

রোববার (২১ এপ্রিল) নেতানিয়াহু বলেন, ‘সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি লড়াই করব।’ সম্প্রতি এক্সিয়স নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর ‘নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

অধিকৃত পশ্চিম তীরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে মার্কিন সামরিক সহায়তা কমিয়ে দেয়া হতে পারে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি তাদের বিরুদ্ধে যা প্রত্যাশা করছেন তা সামনের দিনে দেখতে পারবেন।’ ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সামরিক সহায়তা বন্ধ রাখার কথা বলেনি।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নেজজাহ ইয়াহুদা বাহিনী আন্তর্জাতিক আইন অনুসরণ করেই কাজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত তুলে নেয়া উচিত। কারণ, বিশ্ব এই দুই দেশের মধ্যে সম্পর্ক আগের তুলনায় আরও ঘনিষ্ঠভাবে দেখছে।

বাংলাদেশ সময়: ১১:৪১:১৫   ১৬ বার পঠিত