শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » চট্রগ্রাম » রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’- এই স্লোগানে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা কৃষকলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
জেলা কৃষকলীগের সভাপতি মো. জাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলগের যুগ্ম সম্পাদক মমতাজুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আশীষ দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ বাপ্পার সঞ্চালনায় আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫১   ২৪ বার পঠিত