বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রথম পাতা » চট্রগ্রাম » কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

জেলার দাউদকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় দাউদকান্দি উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে প্রাণিসম্পদ সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এফ এম রকিবুল হাসান ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কেরামত আলী, উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার, উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০৭   ২০ বার পঠিত