বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময়ে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন রিপন (৩৫), বাবু (৩৫), জনি (৩৭), ও মো. সোহাগ (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে নগদ ছয় হাজার টাকা, তিনটি মোবাইল ও দুইটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়কালে চার চাঁদাবাজকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি আরও জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরাসহ আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। ড্রাইভার ও হেলপাররা চাঁদা দিতে অসম্মতি জানালে তাদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো।
আসামিদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪৪ ৪৯ বার পঠিত