বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

প্রথম পাতা » খেলা » নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল বাংলাদেশের ব্যাটিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল। শেষ পর্যন্ত আর ল’কে দায়িত্ব দেয়নি বিসিবি। এবার যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব পেলেন ৫৫ বছর বয়সী এই কোচ।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে কেন্দ্র করে বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছে। এবার বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে প্রধান কোচের দায়িত্ব দিল তারা।

২০১১ সালে প্রথমবার বাংলাদেশের কোচ হয়েছিলেন ল। এরপর ২০২২ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচও হয়েছেন তিনি। ২০০৯ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হয়ে কোচিং ক্যারিয়ারের যাত্রা শুরু করেন ল। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দলের সঙ্গেও কাজ করেছেন এই অভিজ্ঞ অজি কোচ।

এদিকে আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর সেটাই হবে স্টুয়ার্ট ল’র প্রথম অ্যাসাইনমেন্ট। এই সিরিজ দিয়েই দুই দলই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেবে।

ক্রিকেট হিসেবে যুক্তরাষ্ট্র অপরিচিত। তবে এখন বিশ্বব্যাপী সুনাম অর্জনের জন্য ক্রিকেটেও আগ্রহ দেখাচ্ছে উত্তর আমেরিকার দেশটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে তাদের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড, ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১২:১৪:৩২   ২০ বার পঠিত