জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ‘মুজিবনগর’ দিবস পালিত হয়েছ।
দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা দিবস” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম , সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৪ ১৮ বার পঠিত