বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

চের্নিগিভে রাশিয়ার হামলায় নিহত ৮,আহত ১৮ জন: মেয়র

প্রথম পাতা » আন্তর্জাতিক » চের্নিগিভে রাশিয়ার হামলায় নিহত ৮,আহত ১৮ জন: মেয়র
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



চের্নিগিভে রাশিয়ার হামলায় নিহত ৮,আহত ১৮ জন: মেয়র

ইউক্রেনের চের্নিগিভ নগরীতে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। সেখানে এ হামলায় ১৮ জন আহত হয়েছে। নগরীর মেয়র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেন,‘চের্নিগিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৩   ২৭ বার পঠিত