সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। বুধবার (১৭ এপ্রিল) থেকে কিছু কিছু জায়ায় এ দাবদাহ প্রশমিত হতে পারে। তবে আগামী সপ্তাহে কিছু জেলায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।
তিনি বলেন, গতকাল সোমবার (১৫ এপ্রিল) থেকেই সারা দেশে দাবদাহ চলছে। বুধবার কিছুটা কমতে পারে। এতে আগামী কিছু দিন কিছুটা কম গরম অনুভূত হবে। তবে আগামী শনিবার (২০ এপ্রিল) সেটা আবারও বাড়বে।
‘রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গাসহ আশপাশের কিছু জেলায় দাবদাহ তীব্র আকার ধরাণ করার আশঙ্কা রয়েছে’, যোগ করেন এই আবহাওয়াবিদ।
শুধু তাই নয়, পুরো এপ্রিল মাসজুড়েই তাপপ্রবাহ থাকবে জানিয়ে মো. বজলুর রশিদ বলেন, আগামী ১০ দিনেও বড় ধরনের কালবৈশাখীর আশঙ্কা নেই। ফলে চলতি এপ্রিলে গরম কমার সম্ভাবনা নেই। বরং তাপপ্রবাহ সামনে আরও তীব্র থেকে তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০০:১৯ ১৯ বার পঠিত