আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা সাধু সেজে জনগণকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা করে কোন লাভ হবে না তাদের। আজ সোমবার দুপুরে শহরের পিটিই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ।
মাহবুব উল আলম হানিফ বলেন, এদেশের মানুষ জানে নেতাকর্মীরাও জানে, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে। বিএনপি নামক দলটিরই মাজা ভাঙ্গা। মাজা ভাঙ্গা বলেই তারা ঘরে উঠে গেছে, তারা আবার কিভাবে মাজা সোজা করে দাঁড়াবে। তিনি বলেন, কোথাও যুদ্ধ হোক এটা আমরা সমর্থন করি না। আমরা চাই গোটা পৃথিবীই শান্তিপূর্ণ থাকুক। ফিলিস্তিনিদের উপর ইজরাইলের হামলারও আমরা প্রতিবাদ করেছি, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধেরও আমরা বিপক্ষে ছিলাম। আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান হোক।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২৬:০৫ ২৫ বার পঠিত