ইউরোপা ফুটবল লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার কাছে ৩-০ গোলে হেরে গেছে লিভারপুল।
গতরাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিলো লিভারপুল। দ্বিতীয়ার্ধে বাকী দুই গোল করে সিরি-এ’র ক্লাব আটালান্টা।
এ ম্যাচে আটালান্টার হয়ে জোড়া গোল করেন ইতালিয়ান স্ট্রাইকার জিয়ানলুকা স্কামাকা। ৩৮ ও ৬০ মিনিটে গোল দু’টি করেন স্কামাকা।
৮৩ মিনিটে লিভারপুলের জালে শেষ গোলটি করেন আটালান্টা মিডফিল্ডার মারিও পাসালিচ।
২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচ হারলো লিভারপুল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরেছিলো তারা।
আগামী ১৯ এপ্রিল শেষ আটের দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হবে লিভারপুল ও আটালান্টা।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:২০ ২৩ বার পঠিত