বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

পাবনার বেড়ায় ডেপুটি স্পিকারের ঈদের নামাজ আদায়

প্রথম পাতা » ছবি গ্যালারি » পাবনার বেড়ায় ডেপুটি স্পিকারের ঈদের নামাজ আদায়
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪



পাবনার বেড়ায় ডেপুটি স্পিকারের ঈদের নামাজ আদায়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি পাবনার বেড়ায় বৃশালিখা ঈদগাহ মাঠে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন।
ঈদের জামাত শুরু হয় সকাল ৮টায়। নামাজ শেষে ডেপুটি স্পিকার ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
এসময় তিনি বলেন, ঈদ হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে ধনী-দরিদ্র, সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ায়। একে অপরের সাথে এক আত্মার বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধনকে আমাদের সবসময় অটুট রাখতে হবে।
ঈদের নামাজে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৪   ২৫ বার পঠিত