নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হিরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ সময় আসামিদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ একটি কার্গোভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, যশোর জেলার কোতোয়ালি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. সোহেল (৩৩) ও একই এলাকার আব্দুল রশিদের ছেলে রিপন (২২)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গ্রেপ্তারকৃত সকলে মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় মাদককারবার করে আসছিল।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই মামলার পলাতক আসামিরা হলেন, দুলাল হোসেন (৩২) নাসরিন (৩৯), জহির (৩৮)।
বাংলাদেশ সময়: ২১:৫১:০৫ ২৬ বার পঠিত