সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হিরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় আসামিদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ একটি কার্গোভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, যশোর জেলার কোতোয়ালি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. সোহেল (৩৩) ও একই এলাকার আব্দুল রশিদের ছেলে রিপন (২২)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গ্রেপ্তারকৃত সকলে মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় মাদককারবার করে আসছিল।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই মামলার পলাতক আসামিরা হলেন, দুলাল হোসেন (৩২) নাসরিন (৩৯), জহির (৩৮)।

বাংলাদেশ সময়: ২১:৫১:০৫   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ