বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ‘র উদ্যোগে একশত দুস্থ পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ (খাবার সামগ্রী) বিতরণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় কাতার রেড ক্রিসেন্ট এর রামাদান ক্যাম্পইন ২০২৪ এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
ফুড প্যাকেজে ছিল ১ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি সুজি, ১/২ কেজি বেসন, ২ প্যাকেট প্লেন সেমাই।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, সেক্রেটারি মোঃ হাসান ফেরদৌস জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য দিলীপ কুমার মন্ডল, ইউনিট লেভেল অফিসার কাওছার আহমেদ, উপ যুব প্রধান-১ রুকসী আক্তারসহ যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ। এছাড়াও ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি ও কমিউনিকেশন অফিসার মো. খালেদ বাস্তামান, কমিউনিকেশন ডিপার্টমেন্ট‘র ক্যামেরাম্যান মো. জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৬ ২০ বার পঠিত