আজ, ২৮ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮০০: আইরিশ পার্লামেন্টে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্তির আইন অনুমোদিত হয়।
১৮০৯: ব্যাটল অব মেডেলিনে ফ্রান্স স্পেনকে পরাজিত করে।
১৮৫৪: ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু।
১৯৩০: কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়।
১৯৩৯: প্রায় তিন বছর যুদ্ধের পর স্পেনের গৃহযুদ্ধের পরিসমাপ্তি।
১৯৪১: সুভাষচন্দ্র বসু গোপন সাবমেরিন যাত্রা শেষে বার্লিন পৌঁছান।
১৯৪২: রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন।
১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাইওয়ান।
১৯৭৩: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেবানন।
১৯৭৪: বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
২০০১: যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়োটো প্রোটোকল থেকে মার্কিন সমর্থন প্রত্যাহার করে নেন।
জন্ম
১৮৬২: আরিস্টিডে ব্রিয়ান্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও সবেক ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৮৬৮: মাক্সিম গোর্কি, রুশ-সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা।
১৯০৭: সত্যেন সেন, প্রগতিশীল লেখক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা।
১৯০৯: সন্তোষ সেনগুপ্ত, বিশিষ্ট রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি শিল্পী।
১৯২৭: বীণা মজুমদার, নারীবাদী ও শিক্ষাবিদ।
১৯৩০: জেরোম আইজ্যাক ফ্রিডম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক।
১৯৩৬: মারিও বার্গাস ইয়োসা, নোবেলজয়ী পেরুর লেখক।
১৯৪৯: লেসলি ভ্যালিয়ান্ট, খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
১৯৬৮: নাসের হুসেন, ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার।
১৯৭৫: অক্ষয় খান্না, ভারতীয় অভিনেতা।
১৯৭৯: শাকিব খান, একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক।
মৃত্যু
১৯১৭: আলবার্ট পিংকহ্যাম রাইডার, আমেরিকান চিত্রশিল্পী।
১৯৪১: ভার্জিনিয়া উল্ফ, ইংরেজি ভাষার সাহিত্যিক।
১৯৬৯: ডোয়াইট্ ডি. আইজেনহাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৯৮৫: মার্ক শাগাল, রুশ চিত্রশিল্পী।
বাংলাদেশ সময়: ১১:৫৫:৪০ ১৭ বার পঠিত