পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের মার্চ মাসের বাস্তবায়নাধীন মাসিক এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতির পর্যালোচনা সভায় আজ রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল আহসান।
সভায় জানানো হয়, প্রকল্পগুলোর ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত প্রকল্পভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে বাস্তবায়ন আর্থিক অগ্রগতি: ৩৩.০০% বাস্তব অগ্রগতি: ৫৮.৩২%। ২০২৩-২৪ অর্থবছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন ৯৫ টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ১২১৮০.৯১ কোটি টাকা। অর্থ অবমুক্তি: ৩৯৪৩.৮৬ কোটি টাকা,মোট ব্যয়: ৪৭৮০.২৩ কোটি টাকা।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থা প্রধান,প্রধান প্রকৌশলীবৃন্দ ও প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি এক্ষেত্রে নিবিড় মনিটরিং ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্প পরিচালকগণ প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই মন্ত্রণালয়কে বাজেট বরাদ্দ দেয়া হয় জনগণের সুরক্ষার জন্য। সেই কাজটি সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে করতে হবে।
প্রকৌশলী ও কর্মকর্তাদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা এখন যা করবেন তার ফল আপনার সন্তানরা ভবিষ্যতে ভোগ করবে। দায়িত্ব আপনাদের ওপর,যে আপনাদের সন্তানদের জন্য কি রেখে যাবেন।
বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৭ ২৬ বার পঠিত