বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি সালমান ফজলুর রহমান, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য মো: আব্দুর রাজ্জাক এমপি, আ. ফ. ম. রুহুল হক এমপি, ফরিদুল হক খান এমপি, মো: টিপু মনশি এমপি, মো: শাহরিয়ার আলম এমপি, সাজ্জাদুল হাসান এমপি, ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি ও সুলতানা নাদিরা এমপি অংশগ্রহণ করেন।
শুরুতে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।
মৈত্রীগ্রুপের এ বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগিয়ে কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগানোর সুপারিশ করা হয়।
সভাপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং মেডিক্যাল প্রফেশনাল ও ফার্মাসিউটিক্যালস পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুপারিশ করা হয়।
বৈঠকে জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২৮:৪৯ ২১ বার পঠিত