সোমবার, ১৮ মার্চ ২০২৪

মালয়েশিয়ায় গভীর ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিক আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় গভীর ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিক আহত
সোমবার, ১৮ মার্চ ২০২৪



মালয়েশিয়ায় গভীর ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিক আহত

মালয়েশিয়ায় কেদাহ রাজ্যের কুলিমের হাইটেক শিল্প এলাকার একটি কারখানার সাড়ে তিন মিটার গভীর ট্যাংকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাংলাদেশি ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান কুলিম হাইটেক ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) সিনিয়র সহকারি ফায়ার সুপারিনটেনডেন্ট আজমির হাসান।

তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে জরুরি একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা ২৫ বছর বয়সী ওই বাংলাদেশি শ্রমিককে সাড়ে তিন মিটার গভীর একটি ট্যাংকে পড়ে থাকতে দেখেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে নয়জন উদ্ধারকর্মী দড়ি ও স্ট্রেচার ব্যবহার করে ওই বাংলাদেশীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় কুলিম হাসপাতালে প্রেরণ করা হয়।

বাংলাদেশি শ্রমিকের পা ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

এছাড়া ওই কারখানার অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে কর্তৃপক্ষকে। কর্মীদের বিপজ্জনক পরিবেশে কাজে নামতে বাধ্য করা হয়েছে কিনা সেটি জানতে তদন্তের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৮:১২   ২০ বার পঠিত