বুধবার, ১৩ মার্চ ২০২৪

পর্যটন শিল্পে জাপানী বিনিয়োগের আহ্বান: পর্যটনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » পর্যটন শিল্পে জাপানী বিনিয়োগের আহ্বান: পর্যটনমন্ত্রী
বুধবার, ১৩ মার্চ ২০২৪



পর্যটন শিল্পে জাপানী বিনিয়োগের আহ্বান: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়নে বিনিয়োগ করার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে বিনিয়োগের সবচেয়ে উত্তম পরিবেশ নিশ্চিত করে। বাংলাদেশে অভ্যন্তরীণ পর্যটক বৃদ্ধির পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের বিদ্যমান পর্যটন অকাঠামো উন্নয়ন ও নতুন পর্যটন কেন্দ্র নির্মাণে জাপানি বিনিয়োগ লাভজনক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

ফারুক খান বলেন, বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব বর্তমানে কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। জাপান বাংলাদেশের পরীক্ষিত উন্নয়ন অংশীদার। জাপান ইতোমধ্যে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে অর্থায়ন করেছে জাইকা। এভিয়েশন খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের পর্যটন উন্নয়নে দুই দেশের একত্রে কাজ করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৯   ২৫ বার পঠিত