নানা আয়োজনে আজ জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসন ও নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক মৌসুমী রাণী মজুমদার, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা ও নারী নেত্রী গুলশান আরা।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৬ ২১ বার পঠিত