বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও এসকে এম তোফায়েল হাসান (বিচার) ও সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, ‘৭ই মার্চ উপলক্ষে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ফুল দিয়ে জাতির জনকের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু সমবেত লাখো লাখো মানুষের জনসমুদ্রে স্বাধীনতা সংগ্রামের কথা উচ্চারণ করে বলেছিলেন , ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মাত্র ১৮ মিনিটের সেই ভাষণে বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেন, সেই সঙ্গে দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৫   ১৭ বার পঠিত