হংকংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার হংকংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই বঙ্গবন্ধু’র ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়। পরে, ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির উপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনসাল জেনারেল দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ‘জুলিও কুরি’ শান্তি পদক বঙ্গবন্ধুর দর্শন, চিন্তা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি, যা ‘আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের।
মহান স্বাধীনতা অর্জনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ বঙ্গবন্ধুর এই নীতি-বাক্যের উপর প্রতিষ্ঠিত হয়েছে ‘আমাদের পররাষ্ট্রনীতি’। এই নীতির আলোকে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ও বিদেশে শান্তি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন।
কনস্যুলেট জেনারেল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২৮:৪৫ ৪০ বার পঠিত