নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে কুতুবপুরের পূর্ব দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, আগুনে পুরো কারখানা ও ঝুটের গোডাউন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪:৩১:৩১ ৩৫ বার পঠিত