বুধবার, ৬ মার্চ ২০২৪

উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ

প্রথম পাতা » ছবি গ্যালারি » উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ
বুধবার, ৬ মার্চ ২০২৪



উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ

ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক আগামী ৬-৭ মার্চ ২০২৪ তারিখে আয়োজিত “উইমেন স্পীকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, মঙ্গলবার (৬ মার্চ) থেকে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে রাত ১টায় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়ে যান তিনি।  ।

উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০-১২ মার্চ ২০২৪ তারিখে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

ভ্রমণ শেষে স্পীকার আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:০৪   ৫৩ বার পঠিত