বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করবে বাংলাদেশ ও কানাডা।
কানাডিয়ান কমিউনিটি কলেজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, সেনেগাল প্রভৃতি দেশ উচ্চ শিক্ষার সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয়ে কারিগরি শিক্ষাকে যেভাবে অর্থবহ করেছে- সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করবে বাংলাদেশ ও কানাডা।
আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার ড. লিলি নিকোলস এর দ্বিপাক্ষিক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন কানাডার কলেজ এবং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ড. এ্যলেইন রয় এবং বাংলাদেশে কানাডা হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার মিজ ডেবরা বয়সি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১৪:০৪ ১৯ বার পঠিত