কক্সবাজারের টেকনাফের সাগর উপকূল থেকে মিয়ানমার থেকে আনা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটকরা হলেন- সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নুর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।
বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আনা এই মাদকের চালানটিসহ ৩ জনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটক ৩ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারে সংঘাত চলাকালীন সময় ৮ লাখ ৩৪ হাজার ৯০০ ইয়াবাসহ ১৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হলো সাড়ে ৩ কেজি ক্রিস্টল মেথ আইসও।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৯ ৪১ বার পঠিত