টেকনাফে ২ কেজি আইসসহ আটক ৩

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে ২ কেজি আইসসহ আটক ৩
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



টেকনাফে ২ কেজি আইসসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূল থেকে মিয়ানমার থেকে আনা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন- সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নুর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।

বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আনা এই মাদকের চালানটিসহ ৩ জনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটক ৩ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারে সংঘাত চলাকালীন সময় ৮ লাখ ৩৪ হাজার ৯০০ ইয়াবাসহ ১৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হলো সাড়ে ৩ কেজি ক্রিস্টল মেথ আইসও।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৯   ৪০ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ