শনিবার, ২ মার্চ ২০২৪

শেখ হাসিনার আমলে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে: শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » শেখ হাসিনার আমলে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে: শিল্পমন্ত্রী
শনিবার, ২ মার্চ ২০২৪



শেখ হাসিনার আমলে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে: শিল্পমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের উন্নয়নকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেছেন, ‘এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, সেবাখাত বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।
সরকারের পৃষ্ঠপোষকতায় মাথাপিছু আয় বেড়েছে।’

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি কলেজে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা দিয়েছেন। সেই অনুযায়ী ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবো।
আর ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠন করবো। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন তা সবই বাস্তবায়ন করে দেখিয়েছেন।’

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল মান্নান, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূঞা, কল্লোল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সহ সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন প্রমুখ।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মনোহরদী ও বেলাব উপজেলাবাসী গণসংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে কর্মী-সমর্থক ফুল ছিটিয়ে মন্ত্রীকে বরণ করে নেন। পরে একে একে জেলা এবং উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, পৌরসভা, মনোহরদী প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতারা ফুল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৯   ৩৯ বার পঠিত