সোমবার, ২৯ মে ২০২৩

নেত্রকোনায় গরুসহ ৪ চোর আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » নেত্রকোনায় গরুসহ ৪ চোর আটক
সোমবার, ২৯ মে ২০২৩



নেত্রকোনায় গরুসহ ৪ চোর আটক

চুরির ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই নেত্রকোনা সদর উপজেলার গাবরাগাতি গ্রামের কৃষক শিপন মিয়ার (২৮) দুটিসহ মোট ৪টি গরু উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। একই সঙ্গে চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গরু পরিবহনে ব্যবহৃত মলম গাড়িটি।

রোববার (২৮ মে) রাতে সিংহের গাও ক্লাবঘর এলাকা থেকে উদ্ধার করা হয় গরুগুলো। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন: নিজাম মিয়া (৩৫), তাজ্জত আলী (৩৮), রুপতন (৪০) ও মামুন (২৭)।

পুলিশ জানায়, শিপন মিয়ার সহায়সম্বল বলতে সাতটি গরু ছিল। সামনের কোরবানি ঈদে বিক্রি করার স্বপ্ন ছিল। শনিবার রাতে সেখান দুটি গরু চুরি হয়ে যায়। ফজরের নামাজ পড়ার জন্য তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে দুটি গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের দ্বারস্থ হন শিপন মিয়া ও তার পরিবার।

বিষয়টি জানার পর নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক মোবাইল ফোনে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদকে অবহিত করেন। সুপারের নির্দেশে নেত্রকোনা মডেল থানায় মামলা নিয়ে চোরাই গরু উদ্ধারে নামে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল। দিনভর অভিযান চালিয়ে অবশেষে রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার সিংহেরগাঁও ক্লাবঘর মোড় এলাকা থেকে শিপন মিয়ার চুরি যাওয়া দুটিসহ মোট ৪টি গরু উদ্ধার করা হয়। সেই সঙ্গে চোর চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ। এরপর উদ্ধার হওয়া গরুর মধ্যে দুটি গরু বাদী শিপন মিয়া নিজের বলে শনাক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১:০৬:৫২   ৪৫ বার পঠিত