ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, আর্টস, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি, সিজিপিএ ৪ এর স্কেলে ২.৫ ও ৫ এর স্কেল ৩ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৮০,৫৭৬ টাকা।
সুযোগ–সুবিধা: সংস্থার নীতিমালা অনুসারে উৎসব বোনাস, বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের টিআইবির ওয়েবসাইটের এই লিংক থেকে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৩।
বাংলাদেশ সময়: ১১:০৩:৫৬ ৫০ বার পঠিত