সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয়। শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ।
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রহণকারী জন্মবধির শিশুদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কক্লিয়ার সার্জনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রুপ অব বাংলাদেশ এন্ড ইয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা: এ এইচ এম জহরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত ও বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রুপ অব বাংলাদেশ এন্ড ইয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মনি লাল আইচ লিটু।
মন্ত্রী বলেন, সারা দেশে অনেক কক্লিয়ার ইমপ্ল্যান্ট হয়েছে। এগুলোর কার্যকারিতা ও সাফল্যের হার সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে হবে।
এসময় মন্ত্রী বিশেষজ্ঞ সার্জনদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের রোগীদের পাশে বর্তমান সরকার রয়েছে। যেখানে প্রয়োজন সেখানে সরকারের সাধ্যমত পাশে দাঁড়াবার চেষ্টা থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:০৩:২৬ ২৬ বার পঠিত