বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড ঘটবে আগেই জানতেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
ফারুক খান বলেন, ‘এ ঘটনা সারা বিশ্বের সামরিক বাহিনীর ইতিহাসে দুঃখজনক। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের স্বার্থে দ্রুত বিচার হোক আমরা সেটা চাই। এ ঘটনার নেপথ্যে যারা আছে, তাদের খুঁজে বের করা হবে।’
তিনি বলেন, ‘আমরা জানি, সেদিন ঘটনার কিছু আগে বেগম জিয়ার বাসা থেকে একটি কালো রঙের গাড়ি কোনো প্রোটকল না নিয়ে বেরিয়ে গেছে। এতে প্রমাণিত হয়ে তিনি জানতেন ঘটনা (পিলখানা হত্যাকাণ্ড) ঘটবে।’
মন্ত্রী বলেন, ‘দুটি মামলা হয়েছে–হত্যার ও বিস্ফোরক মামলা। বিচারের যে নিয়ম, তো আমাদের পালন করতে হবে। আশা করি যে, অতি দ্রুত এ মামলার মীমাংসা হবে এবং যারা দোষী তাদের কঠোরতম শাস্তি হবে।’
তিনি আরও বলেন, ‘এর সঙ্গে যারা যারা জড়িত সবার শাস্তি হবে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাই চাওয়া।’
বাংলাদেশ সময়: ১৪:৩৭:০৭ ২৩ বার পঠিত