রবিবার, ২৮ মে ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে কৃষক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে কৃষক নিহত
রবিবার, ২৮ মে ২০২৩



সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান প্রামানিক চর আঙ্গারু গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।

কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু এ তথ্য নিশ্চিত করে বলেন- সুলতান প্রামানিক অত্যন্ত দরিদ্র কৃষি শ্রমিক। শনিবার সকালে অন্যান্য দিনমজুরদের সাথে তিনি এক কৃষকের জমির ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে বাকীরা সবাই সুস্থ আছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৫   ৫৫ বার পঠিত   #