প্লে-অফের লড়াইয়ে থাকতে জয়ের বিকল্প নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। একই কথা প্রযোজ্য খুলনা টাইগার্সের জন্যও। তাই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। সে লড়াইয়ে টস জিতে ব্যাটিং নেওয়া চট্টগ্রামের হয়ে জ্বলে উঠেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এই তরুণ বাঁহাতি পেয়েছেন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওপেনার তানজিদ হাসান তামিমের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে।
এদিন শুরুটা অবশ্য আশাজাগানিয়া হয়নি চট্টগ্রামের জন্য। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় তারা। কোনো ধরনের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ ওয়াসিম নাসুমের বলে আউট হওয়ার আগে ৭ বলে ১ রান করেন।
দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ হওয়ার পর সৈকত আলীও বিদায় নেন। জেসন হোল্ডারের শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন।
এদিন চট্টগ্রামের ইনিংসকে মোটামুটি তানজিদ তামিমের ‘ওয়ান ম্যান শো’ বলা চলে। ওপর দিকে টম ব্রুস যোগ্য সঙ্গ দেন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫৮ বলে শতক পূর্ণ করেন। বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পথে ৭টি করে চার ও ছয় মারেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি এই ব্যাটারের প্রথম শতক।
সেঞ্চুরি পূর্ণ করার পর ৭ বলে আরও ১৬ রান যোগ করে ১৯তম ওভারে ওয়েইন পারনেলের বলে বোল্ড হন তানজিদ। ৮টি করে চার ও ছয়ে ইনিংস সাজান তিনি।
শেষদিকে টম ব্রুস ঝড় তোলেন। সেই সঙ্গে রোমারিও শেফার্ড ও অধিনায়ক শুভাগত হোম ক্যামিও ইনিংসে চট্টগ্রামকে বড় সংগ্রহ এনে দেন। ৫ বলে ১০ রান করেন রোমারিও। ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন শুভাগত। ব্রুস ২৩ বলে ২টি করে চার ও ছয়ে করেন ৩৬ রান।
খুলনার পক্ষে পারনেল, নাসুম, হোল্ডার ও মুকিদুল একটি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশ সময়: ১৫:২৭:৫৪ ২৫ বার পঠিত