গত বছর দুর্দান্ত সাফল্য নিয়ে শেষ করেছেন বলিউড বাদশা শাহরুখ। নতুন বছরেও চমক নিয়ে হাজির হবেন সেই কথাই শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে। এবার তাই হলো। তিনি আবার ফিরছেন পাঠানের নতুন রুপে।
দুর্দান্ত অ্যাকশন ঘরানার ছবি ‘টাইগার ভার্সেস পাঠান’-এ মুখোমুখি হওয়ার কথা সালমান আর শাহরুখের, যার শুটিং শুরু হওয়ার এই বছরেই। কিন্তু সেই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানা যায় পিঙ্কভিলার বরাতে।
জানা যায়, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাটির আগেই ‘পাঠান ২’ আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। গত বছরের শেষ থেকেই ‘পাঠান ২’ চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। এমনকি আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনেই চাইছেন এ বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করতে।
উল্লেখ্য, ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছিল হত বছর ২৫ জানুয়ারি। অর্জন করেছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হওয়ার গৌরব। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই।
বাংলাদেশ সময়: ১৫:২১:৩৬ ৫০ বার পঠিত