শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করবে - পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করবে - পানিসম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করবে - পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করবে এমনটা আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন,স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। পড়ালেখাসহ সব কাজে স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।

আজ(শুক্রবার) বরিশাল ‘জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ’ এর স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,বর্তমান যুগে দ্রুতগতিতে আর্থ-সামাজিক অবস্থা ও জীবনধারার পরিবর্তন হচ্ছে। তাই আজকের দিনের শিশুকে এমন যোগ্যতা ও সামর্থ্য অর্জন করতে হবে যেন ভবিষ্যৎ পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতেও সে একজন সার্থক মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করতে পারে। আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যোগ্য হয়ে উঠে।

সফল ক্যারিয়ার গঠনে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন,একটি দেশ ও জাতির উন্নতিতে সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। কোনও জাতির সামাজিক, অর্থনৈতিক বা ঐতিহাসিক পটভূমি তার নিজ মাতৃভাষার মাধ্যমেই প্রতিফলিত হয়। মাতৃভাষাতেও দক্ষতা অর্জন অপরিহার্য।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সালেহ এম শেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের (মাউশি) পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন,বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি মোঃ মঈন তুষার।

অতিথিবৃন্দ বরিশাল বিভাগের সরকার অনুমোদিত একমাত্র বেসরকারি ইংরেজি ভার্সনে পরিচালিত জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজকে একটি আকর্ষনীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর ভূয়সী প্রশংসা করেন এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১:১৪:৪০   ৩৩ বার পঠিত