বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন-আদালত » মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অটোরিকশা চালক মোহাম্মদ শাহাবুদ্দিন শেখকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন ও তার বড় চাচার শ্যালক লৌইজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ মে শাহাবুদ্দিন প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে আসার কথা থাকলেও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। খোঁজ না পেয়ে তার বাবা আবুল শেখ ২৫ মে টংগিবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২৭ মে তার কাছে খবর আসে একই উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুড়মিরা গ্রামের একটি জঙ্গলে একটি মরদেহ পড়ে আছে।

পরে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন, লৌইজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার মতিন শেখের ছেলে কবির হোসেন ও মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার ইব্রাহিম মাদবরের ছেলে রাকিব মাদবর। এদের মধ্যে কবির হোসেন ও রাকিব মাদবরকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩০   ২৩ বার পঠিত