বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

গাজায় ৪ মাসে ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ৪ মাসে ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



গাজায় ৪ মাসে ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চার মাসে ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানায়, শিক্ষা নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা গাজার স্কুলগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করেছে।

এতে দেখা গেছে, ইসরাইলের গোলার আঘাতে গাজার ১৬২টি স্কুলভবন ক্ষতিগ্রস্ত হয়েছে; যা উপত্যকাটির মোট স্কুলের ৩০ শতাংশ। ওই অঞ্চলে মোট স্কুল আছে ৫৬৩টি, যার ২৬টি তেল আবিবের বোমার আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্টিফেন ডুজারিক গণমাধ্যমকে বলেন, ইসরাইলের ব্যাপক হামলায় গাজার এক লাখ ৭৫ হাজার ছাত্র এবং ৬৫ হাজার শিক্ষকের ক্ষতি হয়েছে। এছাড়া ওই অঞ্চলের প্রায় ৫৫ শতাংশ স্কুল পুনর্গঠনের প্রয়োজন।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় ২৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬৮ হাজার ১৪৬ জন।

এছাড়াও এ সময়ে ইসরাইলি হামলার ভয়ে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। যাদের মধ্যে ১০ লাখেরও বেশি আশ্রয় নিয়েছেন সীমান্ত শহর রাফাহতে। তবে সেখানেও রেহাই নেই তাদের। সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত ১০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।

বাংলাদেশ সময়: ১৫:০১:৪৭   ২৯ বার পঠিত