মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

নিউইয়র্কে সাবওয়েতে গোলাগুলিতে হতাহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউইয়র্কে সাবওয়েতে গোলাগুলিতে হতাহত ৬
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



নিউইয়র্কে সাবওয়েতে গোলাগুলিতে হতাহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রঙ্কসে একটি সাবওয়ে (পাতাল রেল) ট্রেন এবং স্টেশন প্ল্যাটফর্মে গোলাগুলিতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত বন্দুকধারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ৷ খবর রয়টার্সের।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার উত্তরগামী একটি ট্রেনে কিশোরদের দুটি দলের মধ্যে সংঘর্ষের বাধে। এক পর্যায়ে এক গ্রুপের কেউ একজন তখন বন্দুক বের করে গুলি চালায়। ট্রেনের ভেতর থেকেই গুলি চালানো হলেও প্ল্যাটফর্মে দাড়িয়ে থাকা ছয়জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে একজন ৩৪ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন এবং অন্য পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, হতাহতদের বয়স ১৪ থেকে ৭১ বছর এবং তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন।

এঘটনা জড়িত সন্দেহভাজনকে আত্মসর্ম্পণের আহ্বান জানিয়ে এনওয়াইপিডি-এর ডেপুটি কমিশনার তারিক শেপার্ড বলেছেন, ‘আপনি এখন এনওয়াইপিডির মোস্ট ওয়ান্টেড এবং বিশ্বের সেরা গোয়েন্দারা আপনাকে খুঁজছেন, সুতরাং আত্মসর্ম্পণের পরামর্শ দিচ্ছি।’

প্রসঙ্গত, প্রতি সপ্তাহে গড়ে নিউইয়র্কের সাবওয়ে সিস্টেমে প্রায় ৩৮ লাখ মানুষ যাতায়াত করে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বলছে, ২০২৩ সালে ৫৭০টি অপরাধমূলক হামলার রিপোর্ট করা হয়েছে।

এরআগে ২০২২ সালে ব্রুকলিনের মধ্য দিয়ে যাওয়া একটি ট্রেনে হ্যান্ডগান দিয়ে গুলি চালিয়ে ১০ জনকে আহত করেছিল একজন ব্যক্তি, যা ১৯৮৪ সালের পর সাবওয়েতে প্রথম গণ গুলির ঘটনা।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০১   ২৪ বার পঠিত